Pages

Saturday, June 2, 2012

প্রজাপতি


প্রজাপতির কথা শুনলেই মনে ভেসে আসে রঙের বর্ণচ্ছটা। রঙিন এই প্রজাপতি ধরতে এর পেছনে ছোটেনি—এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বাংলাদেশেরই কোনো পার্কে গিয়ে যদি দেখা যায় ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে হাজারো রঙের, হরেক জাতের প্রজাপতি, তাহলে কেমন হয়?
স্বপ্ন নয়, গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্কে গিয়ে এখন দেখা মিলবে হাজারো প্রজাপতির। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বন বিভাগ যৌথভাবে এ পার্ক তৈরি করেছে। গতকাল শুক্রবার ০১ জুন ২০১২ইং এ পার্কের উদ্বোধন করা হয়।
গবেষক দল গত ১২ বছরের বেশি সময় ধরে গবেষণা করে ১০টি গোত্রের ৩০০ প্রজাতির প্রজাপতি শনাক্ত করেছেন। তবে বাংলাদেশে ১০টি গোত্রের ৬০০ প্রজাতির প্রজাপতি রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। 
এ উদ্যানে ৩৫টি গোত্রের ১৪৬ প্রজাতির প্রায় ৩৭ হাজার গাছ আছে। এখানেই থাকে বাহারি সব প্রজাপতি।



No comments:

Post a Comment