Pages

Thursday, June 14, 2012

বাচ্চা বাঘ


বাঘের বাচ্চা তিনটি রাজধানীর মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বাচ্চাগুলো যাতে দৌড়ঝাঁপ করতে পারে, এমন একটি বড় ঘরে এগুলো রাখা হবে। অতিরিক্ত গরম থেকে বাচ্চাগুলো রক্ষা করতে ওই কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হবে।
গতকাল বিশেষজ্ঞ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
২০ দিন ধরে আবদ্ধ থাকায় ইতিমধ্যে দুটি বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। নিয়মিত খাওয়া-দাওয়া দেওয়ায় শরীরে কিছুটা শক্তি ফিরে পেলেও বাচ্চাগুলোর আচরণ পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত দুই দিনে বিপুলসংখ্যক দর্শনার্থীর ‘আদরের উৎপাতে’ এরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
গতকাল র‌্যাবের পক্ষ থেকে হাতিরপুলের মিনি চিড়িয়াখানার মালিক আবদুল ওয়াদুদকে বাঘের খাঁচার সামনে কোনো দর্শনার্থী প্রবেশ না করতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মিনি চিড়িয়াখানার সামনে র‌্যাবের পক্ষ থেকে প্রহরাও বসানো হয়েছে।

No comments:

Post a Comment