Pages

Monday, June 18, 2012

মহাকাশযাত্রা


চীনের সবচেয়ে উচ্চাভিলাষী মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন দেশটির প্রথম নারী নভোচারী লিউ ইয়াং। শেনঝু-৯ নামের একটি নভোযান লিউসহ অপর দুই পুরুষ অভিযাত্রী নিয়ে গোবি মরুভূমির প্রত্যন্ত এলাকা থেকে গতকাল শনিবার যাত্রা করে।
অভিযানের নেতৃত্বে রয়েছেন জিং হেইপেং ও লিউ ওয়াং। ১৩ দিনব্যাপী অভিযানে মহাকাশে বিভিন্ন পরীক্ষা চালানো হবে। এ সময় নভোযানটিকে তিয়াংগং-১ নামক মহাকাশকেন্দ্রের সঙ্গে যুক্ত করা হবে। তিয়াংগং-১ বর্তমানে পরীক্ষামূলকভাবে মহাশূন্যে আবর্তনশীল রয়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে শেনঝু-৯ নভোযানের যাত্রা করার দৃশ্য সম্প্রচার করা হয়।

No comments:

Post a Comment