Pages

Monday, July 23, 2012

ডুক লেঙ্গুর

বিলুপ্তপ্রায় প্রজাতির ধূসর পায়ের ডুক লেঙ্গুর

বিরল প্রজাতির দুটি বানরকে নির্যাতন করে হত্যার অভিযোগে ভিয়েতনামের তিন সেনাসদস্যকে আটক করা হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র ভয়েস অব ভিয়েতনাম এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিলুপ্তপ্রায় প্রজাতির ধূসর পায়ের ডুক লেঙ্গুর (বানর) হত্যার ছবি ফেসবুকে গত সপ্তাহে প্রকাশ করা হয়। এতে জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এনগুয়েন ভান কুয়াং নামের এক সেনাসদস্য ছবিগুলো প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, অন্তঃসত্ত্বা একটি বানরকে ধূমপান করানো হচ্ছে এবং নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে। 
সামরিক কর্মকর্তা কর্নেল এনগুয়েন ভান হাই বলেন, ওই তিন সেনাকে সেন্ট্রাল হাইল্যান্ডস এলাকায় বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা স্থানীয় লোকজনের কাছ থেকে বানরগুলোকে ধরে এনে হত্যার অভিযোগ স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের পরিপ্রেক্ষিতে সামরিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। 
বানর হত্যার অভিযোগে ওই তিন সেনাকে বৃহস্পতিবার চিহ্নিত করা হয়। শিগগিরই তাঁদের একটি সামরিক আদালতে হাজির করা হবে।

No comments:

Post a Comment