Pages

Thursday, May 3, 2012

প্রতিবাদ


এক তিব্বতীয় ব্যাক্তি নয়া দিল্লীতে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিল সেখানে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর সফরের প্রতিবাদস্বরুপ। তার এই ভিন্নধর্মী প্রতিবাদে অবাক হয়ে গেছে বিশ্ববাসী। চিকিৎসকরা জানিয়েছেন যদি সে প্রাণে বেঁচে যায় তাহলে প্রেসিডেন্ট হু জিনতাও এর ভাগ্য ভালো হবে। শহরের একটি কেন্দ্রীয় র্যা লিতে অংশগ্রহণকালে ২৭ বছরের এই ব্যাক্তি গায়ে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। তার সহযোগী প্রতিবাদকারীদের দ্বারা তাকে সনাক্ত করা হয়েছে। জাম্ফেল ইয়েশি নামক এই ব্যাক্তি ভারতের রাজধানীতেই বসবাস করে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, কিভাবে সে আগুঞ্জ্বলা শরীরে ব্যাথায় আর্তনাদ করে ছুটে চলছিল আর পিছনে ফেলে যাচ্ছিল কালো ধোঁয়া। একজন প্রতিবাদকারী এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছে, র্যা লিতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে এক ব্যাক্তি ইয়েশির শরীরে তার কোট ছুড়ে মারে আগুন নেভানোর জন্য। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। সে মারাত্মকভাবে আগুনে পুড়েছে। তিব্বতীয়রা তাদের প্রতিবাদ চালাচ্ছে এই বলে যে তিব্বত চীনের অংশ নয়, সেখানে চীনের শাসন চলবেনা। ২০১১ সাল থেকে প্রায় ২৯ জন তিব্বতীয় নিজেদেরকে আগুনে পুড়িয়েছে।

No comments:

Post a Comment