Pages

Tuesday, May 29, 2012

সপ্তাশ্চর্য


জলপ্রপাতটির নাম ইগুয়াজু। আর্জেন্টিনায় অবস্থিত জলপ্রপাতটি বিশ্বের নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি বলে নির্বাচিত হয়েছে। ভোটাভুটির ভিত্তিতে ইগুয়াজু সপ্তাশ্চর্যের তালিকায় স্থান করে নেয়। নতুন সপ্তাশ্চর্য নির্বাচন সংস্থার সভাপতি বার্নাড ওয়েবার গত শনিবার ২৬ মে ২০১২ইং তারিখে এ কথা জানিয়েছেন। সপ্তাশ্চর্য নির্বাচনের উদ্দেশ্যে ২০০৭ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালের জুলাই পর্যন্ত বিশ্বব্যাপী ভোট গ্রহণ করা হয়। প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অপর ছয়টি নিদর্শন হল- আমাজান চিরহরিৎ বনাঞ্চল, ভিয়েতনামের হালং বে, দক্ষিণ কোরিয়ার জিজু উপদ্বীপ, ইন্দোনেশিয়ার কুমোদো উপদ্বীপ, ফিলিপাইনের পুয়ের্তো প্রিন্সেসা আন্ডারগ্রাউন্ড রিভার ও দক্ষিণ আফ্রিকার টেবিল পর্বত।

No comments:

Post a Comment