Pages

Saturday, May 12, 2012

জ্যাকারান্ডা


জ্যাকারান্ডা ফুল নিয়ে সবার কৌতূহলের শেষ নেই। কারণ ফুলটি অনেকের কাছেই অচেনা। ঢাকাসহ সারা দেশে আছে হাতেগোনা কয়েকটি গাছ। ২০০০ সালের গোঁড়ার দিকে সোহরাওয়াদী উদ্যানের পূর্ব পাশে এবং সড়ক ভবনের প্রবেশপথে দুটি পরিণত গাছ ছিল যা এখন আর নেই। তবে উদ্যানে ছবির হাট লাগোয়া পূর্ব-পশ্চিমে বিস্তৃত পথটির পাশে একটি গাছ দেখা যায়। তা ছাড়া তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গন, ধানমণ্ডি এলাকাসহ রমনা পার্ক ও মিরপুরের উদ্ভিদ উদ্যানেও কয়েকটি গাছ চোখে পড়ে।
এ গাছ অপেক্ষাকৃত কম শীতের দেশগুলোতে ভালো জন্মায়; আমেরিকা, অস্ট্রেলিয়া, স্পেন, পর্তুগাল, ইতালি ও জাম্বিয়ায় বেশ সহজলভ্য। জ্যাকারান্ডা Black Poui নামেও পরিচিত। এই গাছ দেশি নয় জন্ম ব্রাজিলে। 

No comments:

Post a Comment