Pages

Thursday, May 10, 2012

কৃষ্ণচূড়ার আগুন


ইট, পাথর, কংক্রিটের শহরে অন্যরকম আগুন লেগেছে। সূর্যের সব উত্তাপ ধার করে যেন রক্ত রঙে সেজেছে কৃষ্ণচূড়া। কম যায় না তার সঙ্গী-সাথিরাও। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে বেগুনি জারুল ও হলদে সোনালি রঙের সোনালু ফুল। চট্টগ্রাম শহরের সিআরবি, সার্কিট হাউস ও পাহাড়তলি এলাকায় পরিকল্পিতভাবে পর পর লাগানো হয়েছে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল। গ্রীষ্মের কড়া রোদে সৌন্দর্যের ডালি খুলে বসেছে এসব ফুল। 
নগরের প্রাণকেন্দ্র লালদীঘি নামের সঙ্গে জড়িয়ে আছে কৃষ্ণচূড়া ফুল। ঐতিহাসিকদের মতে, ইংরেজ শাসনামলে লালদীঘির চারপাশে ছিল বড় বড় কৃষ্ণচূড়া গাছ। গ্রীষ্মে দীঘির জল লাল হয়ে উঠত ঝরে পরা কৃষ্ণচূড়ার পাপড়িতে।

No comments:

Post a Comment