Pages

Saturday, May 5, 2012

পেঁচা

কাঁঠাল গাছে বসা পেঁচাযুগল
'তোমাকে খুঁজেছি আমি নির্জন পেঁচার মত প্রানে' অনেকটা জীবনানন্দ দাশের কবিতার এই পঙক্তির মতোই কাঁঠালশাখায় ঠায় বসে ছিল একটি পেঁচা। এই নির্জন প্রতীক্ষায় সাড়া দিতেই যেন ১০-১২ দিন পর তার সঙ্গে এসে যোগ দিয়েছে আরেকটি। দুই সপ্তাহ পার হতে চললেও একই স্থানে পেঁচাযুগলর বসে থাকা এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি করেছে।
মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কে সাবেক নারী সাংসদ হোছনে আরা ওয়াহিদের বাসার একটি কাঁঠালগাছে স্থির বসে আছে ওই যুগল। বাসার বাসিন্দা মোঃ আব্দুল খালিক বলেন প্রায় ১০-১২ দিন ধরে গাছটির ডালে একটি পেঁচা বসে ছিল। রাত-দিন একই স্থানে একে দেখা যায়। পরে পাশে আরও একটি পেঁচা এসে বসেছে। নতুনটি আসার পর তার মধ্যে প্রানচাঞ্চল্য ফিরেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একসময় বর্ষিজুরা পাহাড়সংলগ্ন এলাকায় পেঁচার দেখা মিলত। রাতে তাঁদের ডাক শোনা যেত। এখন লোকবসতি বেড়েছে ও গাছপালা কমেছে। তাই আর আগের মতো পেঁচা দেখা যায় না। 

No comments:

Post a Comment